কুষ্টিয়া জেলার দৌলতপুর পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামে ১৮ই জানুয়ারি ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় বাংলাদেশ গনপ্রজাতন্ত্রী সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা বুলবুল, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সোহেল রানা(সহকারী প্রোগ্রামার) দৌলতপুর উপজেলা, মোছাঃ তানিয়া খন্দকার ( তথ্য সেবা কর্মকর্তা), মোছাঃ দিলরুবা ইয়াসমিন ( তথ্য সেবা সহকারী), মোছাঃ শারমিন সুলতানা (তথ্য সেবা সহকারী), মোছাঃ চামেলি খাতুন (অফিস সহায়ক)। গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানের ও মহিলাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন প্রকল্পটি। মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে প্রকল্পের সেবা সমূহের মধ্যে থাকছে, তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান, অনলাইনে চাকরির আবেদন পত্র পূরন, ভর্তি পরীক্ষার ফর্ম পূরণ, বিভিন্ন পরীক্ষার ফলাফল, ই-মেইল, ম্যাসেঞ্জার, স্কাইপির সাহায্যে যোগাযোগ, কৃষি, শিক্ষা, ব্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ প্রদান, আইনি সহায়তা পরামর্শ প্রদান, গ্রামীণ মহিলাদের উৎপাদিত ও সংগৃহীত পন্য বিক্রয়ের জন্য অনলাইন মার্কেটপ্লেস পরিচালনা সহ বিভিন্ন অনলাইন ভিত্তিক সেবা সমূহ তথ্য কেন্দ্র হতে ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান মাধ্যমে প্রদান করা হয় প্রকল্পের মাধ্যমে। পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা বুলবুল বলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা দেশের উন্নয়ন কে তরান্বিত করতে সহায়ক হবে।
Devoloped By WOOHOSTBD