কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাহেরমাদি গ্রামে গৃহবধূকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
বুধবার (১৭ এপ্রিল) রাত অনুমানিক ১০ টার পরে গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।
গৃহবধূ হলেন বাহের মাদি গ্রামের মৃত মুনছার সরদারের ছেলে জাংগাল সরদার (৫৫) এর স্ত্রী বিলকিস আরা(৪০)।
এ বিষয়ে নিহতের মেয়ে বিথি আরা বলেন, আমার বাবা প্রায় দিন আমার মাকে বেধড়ক মারধর করে। আজ সারাদিন মারধরে করেছে আমার মাকে। সন্ধ্যার পরে আমরা বাড়ির বাহিরে গেলে আমরা বাহির থেকে এসে আমার মায়ের ঝুলন্ত লাশ দেখতে পাই। আমাদের ধারণা আমার মাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে তাই তদন্ত করে হত্যা কারীরা বিচার দাবি করছি।
এ বিষয়ে জাংগাল সরদারের সাথে কথা বলার চেষ্টা করলে তাকে খুঁজে পাওয়া যায় নাই।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, নিহত বিলকিস আরা আরার পরিবারের লোকজনের মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Devoloped By WOOHOSTBD