ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড আয়োজনে গতকাল বিকেল ৪ টার সময় ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর হলরুমে অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব এবং ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড সৃষ্টির থেকেই বিভিন্ন সামাজিক জনহিতকর কার্য করে আসছে। সুস্থ ধারার সাংবাদিকতায় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। যা সত্যিই প্রশংসনীয়। একঝাঁক তরুণ তরুণী যোগী এবং সাংবাদিকদের সমন্বয়ে তারা অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে কাজ করে চলেছেন যা এলাকার মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরো বলেন, বয়স তো কম হয়নি, কখন না ফেরার দেশে চলে যেতে হবে তাই জীবনের বাকী সময়টুকু মানবসেবায় উৎসর্গ করতে চাই। অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো ছাড়াও দেশের মানুষ কে নীরোগ রাখতে দেশব্যাপী মানুষকে যোগাসন প্রশিক্ষণ কর্মশালা করে চলেছি। দেশের মানুষ কে নীরোগ রাখতে এটা আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আগামীতে এর চেয়েও বড় পরিসরে কিছু করার পরিকল্পনা রয়েছে।
ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর মহিলা প্রশিক্ষক ডাঃ সাধনা রানী বলেন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব শুধু সাংবাদিকতায় করে না। তারা সাংবাদিকতার পাশাপাশি বহু সামাজিক কাজ করে চলেছেন যা আমি দেখেছি। তেমনি ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব ও ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর যে কোন ভালো কাজের সাথে আমরা আছি। দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড নিবেদিত ভাবে কাজ করে চলেছেন।
ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর ছাত্রী দিপা প্রামাণিক বলেন, আমার যোগে আসা প্রায় ৪ মাস। আসার পর থেকেই দেখছি ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা কে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতে। তার মত তাদের সাংবাদিকদের মত সমাজের অসহায় ছিন্নমূল মানুষের পাশে আমরা যদি একে একে এগিয়ে আসি তাহলে পিছিয়ে পড়া অসহায় ছিন্নমূল মানুষের আরো উপকার হবে।
Devoloped By WOOHOSTBD