মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার ঃ সম্প্রতিকালে অতিবাহিত ভৈরবে ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় নিহত নান্দাইলের ৫ সদস্যের দুই পবিরারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন) তানভীর-তাজ-শান্তা প্যানেল এর সাধারণ সম্পাদক তানভীর মুরাদের সহযোগিতায় নিহত প্রত্যেক সদস্যের বিপরীতে ১৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা দুই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সাংবাদিক আলম ফরাজীর তত্ত্বাবধানে উক্ত নগদ অর্থ সহায়তা প্রদানকালে মুশুল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেকার উদ্দিন ভূইয়া বিপ্লব, সাংবাদিক এনামুল হক বাবুল, শামছ-ই-তাবরীজ রায়হান, মুজিবুর রহমান ফয়সাল, রফিকুল ইসলাম মোড়ল, মিন্টু মিয়া, মুক্ত মনের লেখক আতাউর রহমান বাচ্চু, নান্দাইল হেল্পলাইনের এডমিন সূফি আব্দুল্লাহ্ ও শফিউল ইসলাম জুয়েল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৩শে অক্টোবর ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের বনাটি গ্রামের রইছ উদ্দিনের পুত্র সুজন মিয়া (৩৫) সুজন মিয়ার স্ত্রী ফাতেমা খাতুন (৩০) শিশু সন্তান সজিব মিয়া (১০) ও ইব্রাহীম মিয়া (৭) নিহত হয়। তাদের পক্ষ থেকে সুজন মিয়ার পিতা রইছ উদ্দিনে হাতে ৬০ হাজার টাকা এবং একই দূর্ঘটনায় মুশুল্লি ইউনিয়নের নবীয়াবাদ গ্রামের আরজু মিয়ার কন্যা নিহত হোসনা আক্তারের পক্ষ থেকে হোসনার জামাই জুনাঈদ ও পুত্র হোসাইন আহমেদের হাতে ১৫ হাজার টাকা নগদ অর্থ তুলে দেওয়া হয়।
মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল-ময়মনসিংহ
০১৭১৫-৮১৯৭০৯
Devoloped By WOOHOSTBD