গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে ১৭ এপ্রিল বুধবার রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর সোনাভান মার্কেটের পাশে অবস্থিত কয়েকটি গুদামে আগুন লাগে।
টঙ্গী ও উত্তরার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের উত্তরা জোনের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, বুধবার রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর সোনাভান মার্কেটের পাশে অবস্থিত কয়েকটি পেঁয়াজ, রসুন, আলু, চালসহ নিত্য প্রয়োজনীয় মালামালের গুদামে আগুন লাগে।
ব্যবসায়ীরা হঠাৎ করে গুদামে আগুন দেখতে পেয়ে প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে মুহূর্তেই আগুন ছড়িয়ে পাশের দোকান ও গুদামে লাগে তখন সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়।
আগুন লাগার খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ব্যাপকতায় ফলে উত্তরা ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এই ৫টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উত্তরা জোনের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম আরও জানান,
আগুনে ৪টি গুদাম থাকা মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
Devoloped By WOOHOSTBD