গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন পূবাইল রাহমানিয়া মাদ্রাসার এলাকা থেকে ১৭ এপ্রিল বুধবার দিবাগত রাতে এসআই(নিঃ) নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ০৬ ডিউটি পরিচালনা করিয়া চোরাই মালামালসহ এক জন চোরকে গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি গাজীপুর জেলার জয়দেবপুর থানার কুমুন (মাঝখাতিয়া) এলাকার মৃত আবু সাইদ এর ছেলে মোঃ বেলায়েত ওরফে মুরাদ (৪৪)।
পূবাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন,
গ্রেফতার পূর্বক তাহার দখল হতে ০১টি পুরাতন স্যামস্যাং জি-ফোল্ট মডেলের সাদা কালো রংয়ের স্মার্ট ফোন, ০১টি পুরাতন এলজি ফ্লেক্স-২ মডেলের মেরুন রংয়ের স্মার্ট ফোন, ১টি পুরাতন স্মার্ট ঘড়ি, ০১টি পুরাতন কালো রংয়ের ব্ল-টুথ স্পিকার, সর্বমোট চোরাই মালের মূল্য ১,৯৩,৫০০/-(এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশত) টাকা।
তিনি আরো বলেন,
উদ্ধার পূর্বক বাদীর এজাহার প্রাপ্তী সাপেক্ষে ধৃত চোর ও ঘটনার সহিত জড়িত পলাতক চোর মোঃ সোহাগ (৩৫) এর বিরুদ্ধে পূবাইল থানার মামলা নং-০৬,তারিখ-১৭/০৪/২০২৪ খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড ১৮৬০ রুজু করতঃ উক্ত চোরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Devoloped By WOOHOSTBD