গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পূবাইল থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) সামাদ শেখ ও তার সঙ্গীয় ফোর্সসহ ২১ মে মঙ্গলবার পূবাইল থানা এলাকায় দিবাকালিন ডিউটি করাকালিন সময় পূবাইল থানাধীন বসুগাঁও এলাকা থেকে জিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করেন
পূবাইল থানা পুলিশ।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামী
গাজীপুর জেলার জিএমপি পূবাইল থানার বসুগাঁও গ্রামের আলী আকবর এর ছেলে রায়হান রহমান @ রবিন (৩৫)।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুজ্জামান আরও জানান,
পূবাইল থানার মামলা নং-০৩(১১)২২, প্রসেস নং-২৭৩/২৪ (জিএমপি) এর জিআর ওয়ারেন্টভুক্ত আসামী রায়হান রহমান @ রবিন (৩৫) বসুগাঁও গ্রামের (সাইফ পাওয়ার ব্যাটারীর পাশে) গাজীপুর মহানগর এলাকা থেকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Devoloped By WOOHOSTBD