গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের
পূবাইল থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) হাফিজুর রহমান ও তার সঙ্গীয় ফোর্সসহ ৮ জুন গোপন সংবাদ এর ভিত্তিতে পূবাইল থানা এলাকার ইছালী বাজার এলাকা হতে ওয়ারেন্টভুক্ত পলাতক ১ জন আসামীকে গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।
পূবাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামী গাজীপুর জেলার জিএমপি পূবাইল থানাধীন হায়দরাবাদ (আক্কাছ মার্কেট)
এলাকার মৃত মুনছুর আলী এর ছেলে বাদশা মিয়া (৫০)।
তিনি আরও জানান, অত্র থানায় মূলতবীকৃত মাধবদী সিআর নং-৬৭/২৪,মাধবদী সিআর নং-৬৮/২৪, মাধবদী সিআর নং-৬৯/২৩ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী বাদশা মিয়া (৫০)
ইছালী বাজার এলাকা হতে
গ্রেফতার করেন। বিধি মোতাবেক আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Devoloped By WOOHOSTBD