তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: নবীনূর ইসলাম নবীন।
আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্থানে হেঁটে হেঁটে এ ছাত্রদল নেতা নিজেই পানি বিতরন করেন।
জাবি ছাত্রদল নেতা মো: নবীনূর ইসলাম নবীন বলেন, বাংলাদেশে চলমান তাপপ্রবাহের কারণে জন জীবন অতিষ্ঠ। খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে তীব্র গরম উপেক্ষা করে রাস্তায় বের হয়েছেন। তাই ছাত্র দলের একজন কর্মী হিসেবে মানবিক কারণে পথচারী, রিক্সা চালক ভাইদের মাঝে খাবার পানি, স্যালাইন ও শরবত বিতরণ করছি। যাতে তারা এ গরমে কিছুটা হলেও স্বস্তি লাভ করেন।
তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে জাবি তীব্র গরমে মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে। সব থেকে বিপাকে পড়েছে ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শ্রমিকসহ খেটে খাওয়া জনগণ। এই তীব্র তাপমাত্রায় যারা কর্মের জন্য বাহিরে বের হচ্ছে তাদের পাশে দাঁড়ানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য’।
Devoloped By WOOHOSTBD