আবু নাইম শাহ, স্টাফ রিপোটার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভগবান শ্রীকৃৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুর ১২ টায় কোটালীপাড়া জন্মস্টমী উদযাপন পরিষদের আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলার কেন্দ্রীয় কালী মন্দির চত্বর থেকে শুরু হয়ে উপজেলা ঘাঘর বাজার ঘুরে পূরনায় মন্দির চত্ত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন।
কোটালীপাড়া জন্মস্টমী উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, কোটালীপাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি যশোদা জীবন সাহা, মাইকেল হিরোহিত,চক্র পানি কেশব দাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কৃষ্ণ প্রসাদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম হাজরা, হজী কামাল হোসেন শেখ,সাবেক জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস।
আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনী তুলে ধরে আলোচনা করেন।
Devoloped By WOOHOSTBD