কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আসিকুজ্জামানের বিদায়ী সংবর্ধনা আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) রাতে কুয়েত এর সালুয়ার এক রেস্তোরাঁ বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ এমাদুল ইসলাম ও তার কন্যা ইঞ্জিনিয়ার আইরিন ইসলাম ইতির যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদায়ী রাষ্টদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান।
তিনি ২০২০ সালের আগাস্ট মাসে কুয়েতে ৩ লাখ প্রবাসীর অভিভাবক ও রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেন। দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে ৩ বছর ৯ মাস রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও বিভিন্ন সংগঠনের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সর্ব প্রথম দায়িত্ব পালনকারী রাষ্টদূত হাসান ওয়ারিসসহ কুয়েতে বাংলাদেশি ব্যবসায়ী ও বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন আয়োজিত অনুষ্ঠানে পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Devoloped By WOOHOSTBD