পোড়াদহ প্রতিনিধি –
৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। ২০২৪ সালের প্রতিপাদ্য “ক্লোজ দ্যা কেয়ার গ্যাপ” যা বাংলায় বৈষম্য দূর করি, ক্যান্সার সেবা নিশ্চিত করি’। ক্যান্সার চিকিৎসায় বৈষম্য কমানোই এর অভিষ্ট লক্ষ্য। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও প্রাণঘাতি ক্যান্সার সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করতে সরকারি ও বেসরকারি ভাবে ৪ ফেব্রæয়ারি দিবসটিতে বিভিন্ন প্রোগ্রাম বা কর্মসূচী গ্রহণ করা হয়। গতকাল বেলা ২টার সময় কুষ্টিয়ায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ও সাফ‘র আয়োজেনে পল্লী চিকিৎসক সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। পল্লী চিকিৎসক সমিতির সভাপতি উৎপল কুমার সেনের সভাপতিত্বে সেক্রেটারী মীর আবু আজম সিদ্দীকির পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য কালে সাফ‘র নির্বাহী পরিচালক ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য মীর আব্দুর রাজ্জাক বলেন, ৩৬ ধরণের ক্যান্সারে মানুষের মৃত্যু হচ্ছে, যার মধ্যে স্তন, জরায়ু, ফুসফুস,মুখ, খাদ্যনালি, হাড়, পাকস্থলী, চোখ, কলোরেক্টাল অন্যতম। এ সকল রোগে আক্রান্তদের ভোগ করতে হয় অবর্ণনীয় কষ্ট এবং চিকিৎসায় ব্যয় হচ্ছে প্রচুর অর্থ ও সময়। ভয়াবহ ক্যান্সারসহ ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, শ্বাসতন্ত্র এর মতো অসংক্রামক রোগ সৃষ্টির অন্যতম প্রধান কারণ অস্বাস্থ্যকর খাবার গ্রহণ ও তামাকজাত দ্রব্যের ব্যবহার। একটু সচেতন হলেই অনেকাংশে এই রোগগুলো প্রতিরোধ করা সম্ভব। ফাস্টফুড, কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কস, মোড়কজাত ক্যামিক্যাল জুস ও চিপসসহ সকল প্রকার অস্বাস্থ্যকর খাদ্যই ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি করে। জনমানুষের সচেতনতাবোধ ক্যান্সারের প্রকোপ কমাতে সাহার্য্য করে এবং ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সামাজিক আন্দোলন ও উন্নত ক্যান্সার কেয়ার সেন্টার খুবই জরুরী। এই বছরের প্রতিপাদ্যের মূল উদ্দেশ্য হল কীভাবে আমরা ক্যান্সার কেয়ার গ্যাপটি বন্ধ করতে পারি, এর উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। ক্যান্সারে আক্রান্ত সবাই কিন্তু একই রকম যতœ পায় না। তারা যে ধরনের চিকিৎসা, তথ্য এবং সহায়তা পাচ্ছে তা তাদের অবস্থান, অর্থনৈতিক পরিস্থিতি, লিঙ্গ এবং অন্যান্য বিভিন্ন অনেক বিষয় দ্বারা প্রভাবিত। ক্যান্সার কেয়ারে গ্যাপ বা ব্যবধানগুলো দূর করতে হবে। যেমন, ক্যান্সারের যত্নে আর্থিক ব্যবধান, ক্যান্সার কেয়ারে ইনফরমেশন গ্যাপ, ক্যান্সার কেয়ারে অ্যাক্সেস গ্যাপ, ক্যান্সার কেয়ারে টেকনোলজি গ্যাপ, ক্যান্সার কেয়ার কম্প্যাশন গ্যাপ, ক্যান্সার কেয়ার প্রতিষ্ঠানের গ্যাপ ইত্যাদি। আপনিও ক্যান্সারের বিরুদ্ধে এই লড়াইএ যোগ দিতে পারেন ! সচেতনতা প্রচার করুন, নিজেকে পরীক্ষা করুন, হেলদি লাইফস্টাইল বেছে নিন, মাদক ও তামাক ছাড়ুন, নিয়মিত ব্যায়াম করুণ। প্রতিরোধ নিরাময়ের চেয়ে ভাল। তাই প্রতিটি জেলা উপজেলায় প্রিভেন্টিভ অনকোলজি ইউনিট চালু জরুরী। ফাস্টফুড ও জাঙ্কফুড এর উপর উচ্চ হারে কর আরোপ করতে হবে। অস্বাস্থ্যকর খাবারের প্রচারণা বা স্পন্সরশীপ বন্ধ করতে হবে। অস্বাস্থ্যকর খাবার ও পরিবেশের ক্ষতিকর দিক সর্ম্পকে গণমানুষকে সচেতন করতে ব্যাপক কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থই সকল সুখের মূল। সুস্থ দেহ সুস্থ মন। তাই জনস্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে সমস্ত কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে। আলোচনা শেষে সাফ‘র পক্ষ থেকে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিলি করা হয়।
Devoloped By WOOHOSTBD