মীর আব্দুর রাজ্জাক – কুষ্টিয়ার পোড়াদহে ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুের ঘটনা ঘটেছে।
গতকাল সকাল ১১টার সময় রাজশাহী হতে ভাঙ্গাগামী আন্ত:নগর মধুমতি ট্রেনটি পোড়াদহ ছেড়ে কুষ্টিয়া অভিমুখে ছেড়ে আসার পর বালিয়াশিশা গ্রামে রেলের ১৭৬ নং প্লারের কাছে ৬নং ব্রিজে এই দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে থানার ওসি সাহেবের নির্দেশে এসআই নার্গিস সঙ্গীয় র্ফোস নিয়ে ঘটনা স্থলে পৌছায়ে লাশের ময়না তদন্ত শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মৃতব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর এবং সনাতন ধর্মাবলম্বী। এব্যাপারে পোড়াদহ জিআরপি থানায় একটি অপমৃত মামলা হয়েছে যার ইউডি কেস নম্বর ২ তাং ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার। অজ্ঞাত মৃত ব্যক্তির স্বজনদের অপেক্ষায় লাশটি মঙ্গলবার পযর্ন্ত মর্গে রাখা আছে এরপর মরদেহ সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে যোগাযোগের নম্বর ০১৭৮৪৫০৫৮৬৬।
Devoloped By WOOHOSTBD