কলকাতা থেকে তাপস বিশ্বাস – থাইল্যান্ডে অনুষ্ঠিত
হওয়া আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে আনলো ভারত তথা পশ্চিমবঙ্গের বারাকপুরের সুদীপ্ত দাসের ছাত্র রোশন সিং।
রোশন সিং অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। ওষুধের দোকানে কাজ করতে করতে রোশন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রাজ্যস্তরে। সেখান
থেকেই জাতীয় স্তরেও সাফল্য অর্জন করেছে রোশন। কিন্তু সামান্য রোজগার করে আন্তর্জাতিক স্তরে যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ
করার মতো সাহস তার ছিল না। এই অবস্থায় তার পরিবার, যোগাসনের শিক্ষক সুদীপ্ত দাস সহ স্থানীয়
শুভাকাঙ্ক্ষী কিছু মানুষের স্বতঃস্ফুর্ত সহযোগিতায় থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ‘ এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশন ২০২৩’-এর পুরুষ বিভাগে ৩১ থেকে ৪০ বছয় বয়সী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রোশন সিং প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জয়লাভ করে পশ্চিম বঙ্গতথা ব্যারাকপুর বাসীর মুখ উজ্জ্বল করেছেন। স্বর্ণপদক জয়ী রোশন সিং দৈনিক হালচাল প্রতিবেদনক কে জানান, এই জয়ে সবচেয়ে বড় অবদান আমার যোগ শিক্ষা গুরু সুদীপ্ত স্যারের। তাই আমার এই জয়ের সবকিছু উৎসর্গ করলাম আমার যোগাসনের
শিক্ষক সুদীপ্ত দাস মহাশয়কে।
সুদীপ্তবাবু আপ্লুত কণ্ঠে বলেন, রোশন-এর সোনার পদক জয়ের রোশনাই চারিদিকে ছড়িয়ে পড়ুক। বাংলা তথা বারাকপুরের বিভিন্ন স্থানে এই ধরনের
প্রতিভাবান রয়েছে। সরকারের তরফ থেকে যদি সুব্যবস্থা ও সাহায্য পাওয়া যায় তবে আগামি দিনে এই রকম জয়ের রোশনাই বিভিন্ন কর্ণারে ছড়িয়ে পড়বে বলে আশা রাখেন সুদীপ্ত বাবু।
ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, রোশন সিং শুধু পশ্চিম বঙ্গের স্বনাম বয়ে আনেনি তিনি যোগকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দেখিয়েছেন দরিদ্রতা কখনও প্রতিভাকে চেপে রাখতে পারেনা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রোশন সিং এর মত ঘরে ঘরে যোগী এমন হয়ে উঠবে এটা আমার বিশ্বাস।
Devoloped By WOOHOSTBD