আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে।
মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের সব শ্রমজীবী মানুষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতি এবং অটো সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা।
তিনি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন আজ। বিশ্বব্যাপী পালিত হয় মহান মে দিবস। ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে ১৮৮৬ সালের এই দিন রাস্তায় নামেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা। কিন্তু তাদের ওপর গুলি চালানো হয়। এতে নিহত হন ১১ তরতাজা শ্রমিক। তাদের জীবনদানের মধ্য দিয়ে পরবর্তীকালে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে ৮ ঘণ্টা শ্রমের দাবি মেনে নেওয়া হয়। সেই থেকে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
অপরদিকে শ্রমজীবীদের নিয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তারা তোমাদের ভাই। আল্লাহ তাদের তোমাদের অধীন করেছেন। সুতরাং যার ভাইকে তার অধীন করেছেন সে যেন তাকে তাই খাওয়ায় যা সে খায়, সে কাপড় পরিধান করায়, যা সে পরিধান করে। তাকে সামর্থ্যের অধিক কোনো কাজের দায়িত্ব দেবে না। যদি এমনটা করতেই হয়, তাহলে সে যেন তাকে সাহায্য করে। (বুখারি, হাদিস : ৫৬১৭)
বেতন ও পারিশ্রমিক কর্মজীবীর অধিকার। ইসলাম দ্রুততম সময়ে তা আদায়ের নির্দেশ দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ঘাম শুকানোর আগেই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। (ইবনে মাজাহ, হাদিস : ২৪৪৩০)
তাই আসুন আমরা সবাই শ্রমের যথার্থ মর্যাদা দিতে চেষ্টা করি এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। মহান মে দিবস সফল হোক, সার্থক হোক। জয় হোক মেহনতি মানুষের।
Devoloped By WOOHOSTBD