রুহুল আমীন খন্দকার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয় (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য বৃহস্পতিবার ২৮ শে সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ ০২.৫০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানাধীন ৭নং শেরকুল ইউনিয়নের অন্তর্গত এসআর ফিলিং ষ্টেশনের ফুয়েল ডিস্ট্রিবিউশন পয়েন্টের সামনে বগুড়া টু নাটোর গামী হাইওয়ে রাস্তার উপর কোম্পানী উপ-অধিনায়ক, সহকারি পুলিশ সুপার, মোঃ নুরল হুদা এর নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করা হয়।
চেকপোস্ট পরিচালনা কালীন সময়ে যথাক্রমে, (ক) গাঁজা- ১৩.৯৭৩ কেজি, (খ) মাইক্রোবাস- ০১ টি, (গ) মোবাইল ফোন- ০৩ টি, (ঘ) সিমকার্ড- ০৪ টি, (ঙ) নগদ- ৪৫০০/- টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ মাইদুল ইসলাম (৩২) (ড্রাইভার), পিতা- মোঃ রুস্তম আলী, সাং-অনন্তপুর, থানা- ফুলবাড়ী, ২। মোঃ সোলেমান আলী @ ভোলাং (৩৮), পিতা- মৃত মোজাম্মেল হক @ টগরু, সাং- পশ্চিম রামখানা মিস্ত্রীটারী, থানা- নাগেশ্বরী, উভয় জেলা- কুড়িগ্রাম।
আটককৃত ব্যক্তিগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত আলামত গাঁজা দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহণ করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে।উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(খ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন অভিযানের অংশ হিসেবে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে র্যাব-৫, রাজশাহীর কতৃক অভিনব কায়দায় গাঁজা বহনকালে ১৩.৯৭৩ কেজি গাঁজা ও ০১ টি মাইক্রোবাস উদ্ধার তথা ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ ইং সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।
RUHUL AMIN, DHAKA-28/09/2023
Devoloped By WOOHOSTBD