প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নেতৃবৃন্দের আহ্বান
শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫ ইং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় খুন্না উত্তর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে পরিণত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত দলীয় নেতা-কর্মী, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের সদস্যসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সভাপতি সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ। তিনি বলেন বাংলাদেশের মানুষ আজ ন্যায়বিচার থেকে বঞ্চিত। গণহত্যার বিচার হয়নি, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এবং ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সহ-সভাপতি মাও. মাঈনুদ্দিন বলেন বর্তমান রাজনৈতিক সংকট থেকে মুক্তির একমাত্র উপায় হলো ইসলামী আন্দোলনের নেতৃত্বকে শক্তিশালী করা। আমরা জনগণের পাশে থেকে সত্যের রাজনীতি চালিয়ে যাচ্ছি।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সভাপতি কাজি মাহফুজ কে এম বলেন যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে ইসলামী আদর্শভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এজন্য রাষ্ট্র সংস্কার আজ সময়ের দাবি!
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখার সভাপতি হাফেজ মোস্তফা নোমানী বলেন ছাত্র সমাজ দেশের ভবিষ্যৎ। কিন্তু তারা আজ নৈতিক অবক্ষয়ে ভুগছে। ইসলামী ছাত্র আন্দোলন তরুণ প্রজন্মকে আলোর পথে পরিচালিত করতে কাজ করে যাচ্ছে।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের হিজলা থানা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল দায়িত্বশীল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে দেশের অগ্রগতি, মুসলিম উম্মাহর ঐক্য এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা সভাপতি সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ।নেতৃবৃন্দের মূল বার্তা সমাবেশে বক্তারা আরও বলেন,
রাষ্ট্রের দুর্নীতি, অব্যবস্থা ও অন্যায় দূর করে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য জনগণকে ইসলামী আন্দোলনের পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তির মূলমন্ত্র একটাই— ইসলামী শাসনতন্ত্র।”
Devoloped By WOOHOSTBD