• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জণগণকে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা জাহাঙ্গীর আলম মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন হাটহাজারীতে মাইক্রো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত আজ ৬ই ডিসেম্বর সুনামগঞ্জ পাক-হানাদার মুক্ত দিবস,৪৮জন শহীদের গণকবরে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী প্রদান চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেল ও মোবাইলসহ আটক ২ চট্টগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত পেকুয়ায় সালাহ উদ্দিন আহমদের সাথে সাবেক এমপি আলমগীর ফরিদের সাক্ষাৎ জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন নামগঞ্জ-৪ আসনে এড. নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ-২ আসনে নাছির উদ্দিন চৌধুরীকে ধানের শীষের প্রার্থী ঘোষনা ঝিনাইদহে ৩ বছরের সাবার লাশ মিলল প্রতিবেশীর ঘরে: তদন্তে পুলিশ, আটক এক নারী

যশোর সেনানিবাসে কোর অব সিগন্যালস্ বাৎসরিক অধিনায়ক সম্মেলন সম্পন্ন

Muntu Rahman / ৬৮ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মালিকুজ্জামান কাকা

যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিঅ্যান্ডএস) কোর অব সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ সম্পন্ন হয়েছে। সোমবার সকালে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাপ্রধান এসটিসিঅ্যান্ডএস-এ পৌঁছালে তাকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর জিওসি, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার।
বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান কোর অব সিগন্যালসের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় জেনারেল ওয়াকার-উজ-জামান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব সিগন্যালসের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি কোর অব সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। সেনাপ্রধান আশা প্রকাশ করেন, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধে অনুপ্রাণিত হয়ে এই কোর ভবিষ্যতেও দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার, আর্টডকের কমান্ডার, সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কমান্ড্যান্ট, সেনাবাহিনীর বিভিন্ন সিগন্যাল ব্রিগেডের কমান্ডার এবং সিগন্যাল ইউনিটসমূহের অধিনায়করা।
গত ৯ নভেম্বর এসটিসিঅ্যান্ডএস-এ কোর অব সিগন্যালসের ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। যশোর সেনানিবাসের শহীদ আব্দুল হামিদ প্যারেড গ্রাউন্ডে যথাযোগ্য সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী ওই অভিষেক অনুষ্ঠানে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে ‘র‌্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেওয়া হয় এবং তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD