ভেড়ামারা প্রতিনিধি –
জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার বিকেল ৫টায় মোকারিমপুর ইউনিয়নে পথসভা ও লিফলেট বিতরণ করেন।
মুকুল ক্লাব মাঠের পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশে আমি জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি। বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের অঙ্গীকার জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। জনগণই আমাদের শক্তি, তাদের সমর্থনই আমাদের ভরসা।”
জনতা তার বক্তব্যে মুহুর্মুহু করতালি দিয়ে সমর্থন জানায়। পথসভায় ৩১ দফা সংস্কার পরিকল্পনার লিফলেটও বিতরণ করা হয়।
ড. সাইফুল ইসলাম প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে কুষ্টিয়া-২ আসনকে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, “আমরা জনগণের পাশে থাকতে চাই, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের চলতেই থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত হোসেন, সহ-সভাপতি মনজুর আলম দুলাল, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদেরসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিশেষ অতিথি ছিলেন ম. বুলবুল, আবু সাইদ, শামীমসহ শত শত নেতাকর্মী।
পথসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস এবং জনস্রোত স্পষ্টভাবে প্রমাণ করে, কুষ্টিয়ার মাটিতে বিএনপি পুনরায় সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠেছে এবং ড. সাইফুল ইসলাম এই অঞ্চলের ভোটারদের কাছে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
Devoloped By WOOHOSTBD