কুষ্টিয়ার ভেড়ামারায় আজ সকালে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি, নগদ অর্থ প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। এ বারের প্রতিপাদ্য বিষয় হলো “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”।
জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ সকালে ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদোগে বুধবার বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খোকন সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, খাদেমুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মোলায়েম হোসেন, অর্থ সম্পাদক হাজী মকবুল হোসেন,সিনিয়র উপদেষ্টা জৈয়মুদ্দিন আহমেদ, ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক হায়দার আলী প্রমুখ।
মর্যাদাপূর্ণ বার্ধক্য গঠনে চেষ্টা সহ ভেড়ামারার প্রবীণদের সঠিক পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ – এ ভেড়ামারা জ্যেষ্ঠ নাগরিক পরিষদ প্রবীণদের বহুমুখী পদক্ষেপসহ স্বাস্থ্য সুরক্ষায় এবং আনন্দময় জীবনের জন্য যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবেন বলে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি কে জ্যেষ্ঠ নাগরিক পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খোকন জানিয়েছেন।
আলোচনা ও র্যালী শেষে অসহায় জ্যেষ্ঠ নাগরিকদের মাঝে নগদ ২ হাজার করে টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন, ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন।
Devoloped By WOOHOSTBD