স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুরে সরকারি টিউবওয়েল বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য ইয়াকুব হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন জানান, সরকারি বরাদ্দে তার নামে একটি টিউবওয়েল আসলেও তা বসানো হয়েছে ইউপি সদস্য ইয়াকুবের নিকটাত্মীয় কালা মিয়ার বাড়িতে। অথচ ওই পরিবার আগে থেকেই দুটি সরকারি টিউবওয়েলের সুবিধা ভোগ করছে।
এ ঘটনায় দেলোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে স্থানীয় জনগণ গত বৃহস্পতিবার মানববন্ধন করে ইউপি সদস্য ইয়াকুব হোসেনের নানা অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদ জানান।
দেলোয়ার হোসেন অভিযোগে উল্লেখ করেন, মেম্বার ইয়াকুব আমার কাছ থেকে সাড়ে ১২ হাজার টাকা নিয়েছিল টিউবওয়েল দেওয়ার জন্য। ছয় মাস অপেক্ষার পরও আমার বাড়িতে টিউবওয়েল বসানো হয়নি। পরে জনস্বাস্থ্য অফিস থেকে খোঁজ নিয়ে জানতে পারি, আমার নামে বরাদ্দ হওয়া টিউবওয়েল তার আত্মীয় কালা মিয়ার বাড়িতে বসানো হয়েছে।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, ইউপি সদস্য ইয়াকুব হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকেই সেবার নামে দুর্নীতি ও টাকা হাতিয়ে নিচ্ছেন। তিনি স্বজনপ্রীতি করে প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করছেন।
অভিযুক্ত ইউপি সদস্য ইয়াকুব হোসেন বলেন, টিউবওয়েল দেলোয়ারের সাথে পরামর্শ করেই অন্য জায়গায় বসানো হয়েছে। এখন সে জামেলা করছে। তাকে আরেক বরাদ্দের সময় দিয়ে দিবো, সমস্যা হবে না।
এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল আমিন বলেন, বিষয়টি আমাদের জানা হয়েছে। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, সরকারি টিউবওয়েল বরাদ্দে অনিয়মের অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Devoloped By WOOHOSTBD