গোপালগঞ্জ, ২৫ সেপ্টেম্বর ২০২৫:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গোপালগঞ্জ জেলা যুগ্মসমন্বয়কারী আরিফ শেখের ভাই রাজিব শেখকে কোনো প্রকার পূর্বনোটিশ বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই এসপি অফিসে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি এবং উদ্দেশ্যপ্রণোদিত।
ঘটনার সূত্রে জানা যায়, সম্প্রতি রাজিব শেখকে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে ডেকে নেওয়া হয় এবং সেখানে তাঁকে ৩৩ নম্বর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এনসিপি নেতারা অভিযোগ করেছেন যে, তিনি একজন নিরপরাধ ও সাধারণ নাগরিক, এবং তার বিরুদ্ধে যেকোনো অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
জেলা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, এসপি সাহেবকে বারবার অনুরোধ করা হলেও তিনি কোনো সদুত্তর দেননি এবং তাঁর নিজস্ব সিদ্ধান্তেই রাজিব শেখকে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি।
জেলা এনসিপি-র এক বিবৃতিতে বলা হয়েছে,
> “একজন নিরপরাধ সাধারণ মানুষকে এভাবে হয়রানি করা যেমন বেআইনি, তেমনি মানবাধিকার লঙ্ঘনের শামিল। প্রশাসনের এমন আচরণে আমরা মর্মাহত ও হতাশ। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অবিলম্বে রাজিব শেখের মুক্তি দাবি করছি।”
দলটি আরও জানিয়েছে, এই ধরনের কার্যকলাপ গণতান্ত্রিক ও নাগরিক অধিকার পরিপন্থী, এবং এতে করে প্রশাসনের নিরপেক্ষতা ও ন্যায়বিচারের প্রশ্ন উঠেছে।
এনসিপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও দ্রুত প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং প্রয়োজনে জাতীয় পর্যায়ে এই ইস্যু তোলা হবে বলে জানানো হয়েছে।
Devoloped By WOOHOSTBD