হালচাল প্রতিনিধি - সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা শহরের বিভা ফার্মেসীর স্বত্বাধিকারী সাংবাদিক মাহবুব আফাজ। গত ১৯/১২/২০২২ ইংরেজি তারিখ সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে ভেড়ামারা পৌর এলাকার ৫নং ওয়ার্ডের কাচারিপাড়া এলাকার মৃতঃ জালাল উদ্দিনের ছেলে লিটন (৩৫) সঙ্গীয় আরও ২/৩ জনকে সাথে নিয়ে ভেড়ামারা শহরের "বিভা ফার্মেসী" তে এসে মাহবুব আফাজ'র কাছে ঘুমের ঔষধ চাইলে তিনি ঘুমের ঔষধ সেবন বিষয়ে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে বললে লিটন ক্ষিপ্ত হয়ে প্রেসক্রিপশন ছাড়াই ঘুমের ঔষধ দাবি করতে থাকে।
মাহবুব আফাজ প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ঔষধ দিতে অস্বীকৃতি জানালে লিটন ও তার সঙ্গীরা মাহবুব আফাজকে অকথ্য ও অশালীন ভাষায় গালিগালাজসহ তার উপর চড়াও হয় এবং কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে আহত করে। এসময়" বিভা ফার্মেসী" তে ভাংচুর ও মালামাল তছনছ -তসরুফ করা হয়। এমতাবস্থায় ভেড়ামারা শহরের" বিভা ফার্মেসী"তে উপস্থিত মেডিকেল রিপ্রেজেন্টেটিভসহ পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে লিটন আর তার সঙ্গীরা মাহবুব আফাজকে দেখে নেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়। মাহবুব আফাজকে চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.