হালচাল নিউজ ডেস্ক - এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলাটি ছিল শ্বাসরুদ্ধকর ম্যাচ। ভাগ্যের কাছে হেরে গেলেও এমবাপ্পের গোলের কথা স্মরণীয় হয়ে রইবে।
গত বিশ্বকাপে একাধিক রেকর্ড ভাঙা কিলিয়ান এমবাপ্পে এবারের ফাইনালে ইতিহাস গড়লেন। ১৯৬৬ সালে জিওফ হার্স্টের পর প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি।
২ মিনিটের দুই গোলে সমতা আনে ফ্রান্স। ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে, ৮১ মিনিটে আবার তিনিই গোল দিয়ে সমতা আনেন। বাঁ দিক থেকে এমবাপ্পে বল দেন থুরামকে। থুরাম আবার ফেরত দেন এমবাপ্পেকে। অসাধারণ ভলিতে বল জালে জড়ান এমবাপ্পে। সমতা করে ফ্রান্স। ৯৭ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোলে সমতা আনে ফ্রান্স।
অতিরিক্ত সময়ে আবার যখন মেসি এগিয়ে দেন, আবারও এমবাপ্পেতে চড়ে ফ্রান্স সমতা ফেরায়। বিশ্বকাপ ফাইনালে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়েন এমবাপ্পে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.