নারায়ণগঞ্জের ফতুল্লায় আয়েশানামে এক নারী পরক্রিয়ার টানে স্বামীর নগদ অর্থ ও স্বর্ণ অলংকার নিয়ে গিয়ে স্বামীর উপর সন্ত্রাসী হামলা। কিছু নারীর অসংগতির দরুন সমাজের চিত্র সমালোচক বিরুদ্ধ পরিবেশে সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এক গৃহ বধূ আয়েশা (৩০) নামে নারী স্বামীর ২ লাখ ও চার ভরি স্বর্ণ অলংকার নিয়ে প্রক্রিয়ার টানে স্বামী গৃহ ত্যাগ করে বলে অভিযোগ রয়েছে ভুক্তভোগী স্বামী মোঃ সোহেল (২৭) থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। থানার লিখিত অভিযোগ থেকে জানা যায় বিগত প্রায় আট মাস পূর্বে ইসলামের ধর্মীয় বিশ্বাসের নিয়ম নীতি মেনে দু’জনে বিবাহ বন্ধে আবদ্ধ হয়। গত ২৬ নভেম্বর /২৫ খ্রীঃ ( বুধবার) সকালে আনুমানিক ১০:০০ ঘটিকার সময় কিছু অসাধু ব্যবসা-সম্পৃক্ত থাকার পর ধন লোভী কিছু প্রতারক ব্যক্তিরা জড়িত থাকা অভিযোগ তুলে ভুক্তভোগী সোহেল। স্বামী জানায় তার স্ত্রী তার অজাতে পর পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এতে স্বামী বাঁধা দিলে তাদের ঘরে থাকা নগদ অর্থ ও অলংকার নিয়ে পালিয়ে যায়। আয়েশার পিতার নাম মোশাররফ হোসেন । সহায়তা প্রদান কারী সায়েম (৪০) পিতা একিম শাহ নাছিম (২০) পিতা জিয়া, জিয়া(৪০) পিতা মোশাররফ হোসেন, দেলোয়ার (৩৫) পিতা মোশাররফ হোসেন, নাছিমা (৩৫) স্বামী জিয়া, তানিয়া (৩২) স্বামী দেলোয়ার, পারভীন (৬৫) পিতা মৃত একমিন শাহ সহ আরও ৪/৫ মিলিত হয়ে একযোগে সন্ত্রাসী কায়দায় বক্তব্যকে উপর হামলা চালায় বলে ভুক্তভোগী। অভিযোগ থেকে জানা যায় উপরোক্ত আসাম হৃদয়ের সমন্বয়ে ও প্রবচনায় আয়েশা পরিকল্পিত পন্থায় তাদের সাহায্যে স্বামীর গৃহ ত্যাগ করে বলে জানা যায়। ভুক্তভোগী স্বামী বলেন ঘটনার পর ২৮ নভেম্বর /২৫ ইং শুক্রবার রাত আনুমানিক ৯:৩০ মিটিটে স্ত্রীর ঠিকানায় গেলে কথা বলতে চাইলে বিবাদী গন অতর্কিতভাবে হামলা করে জখন করেন তখন একা অসহায় হয়ে পড়ি এবং তারা একযোগে কিল ঘুষি লাতি ও এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। নিরুপায় হয়ে ৯৯৯ লাইনে পুলিশকে ফোন দিলে ফতুল্লার থানা পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য
নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানা যায়। সোহেলর হাতের আঙ্গুলের কেঁটে যায় ও বিভিন্ন স্থানে নিলা ফুলা করে প্রাণে মেরে ফেলার হুমকি বার্তা দেওয়া হয় বলে জানা অভিযোগ পত্রে। সকলের ঠিকানা দেল পাড়া ফতুল্লা নারায়ণগঞ্জ বলে জানিয়েছেন বাদী।বিবাদীরা বাদীকে আটক করে ২০০০ টাকা আদায়ের পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে বলে জানিয়েছেন। সোহেল আরও জানান তারা একটি সঙ্ঘবদ্ধ চক্র চক্র মানুষের ভালোবাসা ও বিয়ের পলভোন দেখিয়ে বিয়ের অভিনয় করে একই কাদায় হাতিয়ে নিয়ে অর্থ সম্পদ ইতি পূর্বেও বিয়ে হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। সংবাদ কর্মীদের ভুক্তভোগী জানান বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি আমি আইনের সাহায্য চাই। নিরাপত্তার স্বার্থে আইন অনুযায়ী অত্র থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। ভুক্তভোগীর একই জেলার সোনারগাঁও উপজেলার বাসিন্দার বলে জানা যায়। সত্য মিথ্যা ঘটনা কারীরা জানে তবে ভুক্তভোগী সোহেল মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন।
Devoloped By WOOHOSTBD