চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জিপিএইচ ইস্পাত লিমিটেডের বিরুদ্ধে এক অসহায় বিধবা মহিলার ৭৮ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা পরিষদ প্রঙ্গণে ৩০ নভেম্বর রবিবার সকাল ১১টায় প্রায় শতাধিক নারী পুরুষের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঘটনার বিবরনে প্রকাশ,চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের সোলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত লিমিটেডের ৩ কর্মকর্তা যথাক্রমে ১)আশরাফুল আলম ২)জাহাঙ্গীর আলম ও ৩)আলমাছ শিমুল সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়িয়া গ্রামের মৃত নুরুন্নবীর স্ত্রী আনোয়ারা বেগম এর৭৮ শতাংশ জমি জাল দলিল সৃজনের মাধ্যমে জোরপূর্বক দখল করে স্থাপনা নির্মাণসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। জমি দখলে বাধা দিতে গেলে ওই জমি তারা কিনে নিয়েছে বলে দাবি করেন।দলিল সম্পর্কে জানতে চাইলে আসামিগণ সকলে ক্ষিপ্ত হয়ে তাদের মারপিট করেন। পরবর্তীতে বেশি বাড়াবাড়ি করলে চাঁদাবাজি মামলা দিয়া জেল হাজতে ঢুকাইয়া দিবে, অপরহরণসহ খুন ও গুম করবে মর্মে হুমকি দিয়েছে বলে জানান ভুক্তভোগীরা।অসহায় বিধবা আনোয়ারা বেগম বলেন,আমারা কখনও এ জমি বিক্রি করি নাই। এমনকি আমার পরিবারের অর্থাৎ শ্বশুর/ শ্বাশুড়িও কখনো জমি বিক্রি করেন নাই। বর্তমানে আমরা চরম আতঙ্কের মধ্যে দিন যাপন করছি।আসামিরা শিল্পপতি ও বিত্তশালী হওয়ায় এমন কোন কাজ নেই যা তারা করতে পারে না। তারা স্থানীয় অনেকের বিরুদ্ধে বহু মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। অনেককে এলাকা ছাড়াও করেছে। একইভাবে আমাদেরকেও হয়রানি করতে পারে।ফলে আমরা পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে দিন যাপন করছি।এ বিযয়ে গত ১০/১১/২৫ ইং তারিখে বিধবা আনোয়ারা বেগম বাদী হয়ে চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং১০২০/২০২৫।
বর্তমানে অসহায় বিধবা আনোয়ারা বেগম পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভোগছেন।তিনি প্রশাসন সহ সচতন মহলের আশু দৃষ্টি কামনা করছেন।
Devoloped By WOOHOSTBD