পটুয়াখালীর মহিপুরের পেয়ারপুর গ্রামের একটি ঝুঁপড়ি ঘর থেকে বৃদ্ধ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের খেয়াঘাট সংলগ্ন একটি ঝুপড়িঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধের নাম সিরাজউদ্দিন খান (৭৫) ও তার তৃতীয় স্ত্রী বৃদ্ধা আকলিমা বেগম (৬৫)।
স্থানীয় সূত্র ও ডালবুগন্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোফাজ্জেল হক হিরো’র মাধ্যমে জানা গেছে,সিরাজউদ্দিন পেয়ারপুরের বরইতলা নদীতে খেয়া পাড়াপাড়ের নৌকা চালাতেন এবং আকলিমা এলাকায় ভিক্ষাবৃত্তি করে তারা উভয়ে এভাবে সংসার চালাতেন। মৃত সিরাজউদ্দিনের বাড়ি মহিপুর সদর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে এবং মৃত আকলিমা বেগমের বাড়ি ডালবুগন্জের পেয়ারপুর গ্রামে ।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে ফজরের নামাজের সময় মসজিদের মুসুল্লীরা সিরাজউদ্দিনকে না দেখে খোঁজ নিতে তাদের ঘরে যান।ঘরের দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করে তারা দেখেন মাটিতে পড়ে আছেন সিরাজউদ্দিন, আর চৌকির ওপর আকলিমা। স্থানীয়দের ডাকে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। পরে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও কালো দাগ রয়েছে এবং মৃত আকলিমার শরীরেও আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘরের মাটিতেও রক্তের দাগ রয়েছে। স্থানীয়দের ধারণা, সোমবার গভীর রাতে তারা হত্যাকাণ্ডের শিকার হতে পারেন। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পুলিশের তদন্ত অনুযায়ী এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। পটুয়াখালী থেকে সিআইডি টিম ঘটনাস্থলে আসছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Devoloped By WOOHOSTBD