প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৪, ৩:২৮ পি.এম
মসজিদ মন্দির গীর্জাসহ স্ব স্ব ঘরে ঘরে বন্যার ভয়াবহতার হাত থেকে রক্ষার জন্য বিশেষ প্রার্থনার আহবান – লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা
তীব্র বন্যায় জনজীবন আজ চরম বিপদের সম্মুখীন। মানুষসহ পশুপাখি বন্যপ্রাণীর মৃত্যুর হার বেড়েই চলেছে। অপরদিকে তাদের পাশে এই মুহূর্তে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, বস্ত্র, ঔষধ ইত্যাদি নিয়ে আমাদের সাধ্য অনুযায়ী এগিয়ে আসার আহবান জানাচ্ছি। তীব্র এই বন্যায় জনজীবন বিপন্ন। মানুষের পাশাপাশি পশুপাখি ও অনুরূপ কষ্ট পাচ্ছে। গাছপালা ফসলাদিও বন্যায় সব তলিয়ে গেছে।
আল্লাহর খাস রহমত ছাড়া মানুষের সাধ্য নেই এই এই বিপদ থেকে রক্ষা করার। তাই আসুন আমরা সবাই তওবা করে সকলকে এই বিপদের হাত থেকে রক্ষায়, দেশের মানুষ কে রক্ষায় মসজিদ, মন্দির, গীর্জাসহ স্ব স্ব ঘরে ঘরে বন্যার হাত থেকে রক্ষার জন্য নিয়মিত বিশেষ প্রার্থনার জন্য বিনীত আহবান জানিয়েছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা।
তিনি আরো বলেন, আগামীকাল জুম্মাবার আপনারা স্ব স্ব এলাকায় মসজিদে ইমাম সাহেবকে দিয়ে বিশেষ প্রার্থনার ( তীব্র বন্যার হাত হতে রক্ষার) জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। সেইসাথে নিজ নিজ ঘরেও বিশেষ প্রার্থনা চালু রাখার বিনীত অনুরোধ করেছে।
তিনি আরো বলেন, মরে গেলে ধন-দৌলত সব পড়ে থাকবে, কিছুই সাথে যাবেনা, ব্যাংকে টাকা রেখে কি হবে? যার যা সঞ্চিত আছে তাই নিয়ে অভুক্ত, অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিতে এবং আত্মীয় স্বজন প্রতিবেশীর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে বিনীত অনুরোধ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.