ভেড়ামারা প্রতিনিধি -
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রেম ঘটিত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে জাকারিয়া হোসেন সুজন গং কর্তৃক শামিম সর্দ্দার'র বাড়িতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করেন। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের অনুসন্ধানি তদন্তে আসল তথ্য বেরিয়ে এসেছে। এলাকাবাসী এবং মামলার নথিপত্র সূত্রে জানা যায়, জাকারিয়া হোসেন সুজন এর কন্যা সোহা একাধিক বার পারভেজ আলী নামক একটি ছেলের সঙ্গে প্রেমের টানে ঘর বাঁধতে ঘর ছেলে পালিয়ে যায়। এ বিষয়ে মামলা মোকদ্দমা হয়।
২০২৩ সালে জান্নাতুল মাওয়া সোহার মামা বাদী হয়ে পারভেজ আলী সরদার, তার পিতা আব্দুল হালিম সরদার মাতা পারুল বেগম সহ কয়েকজন কে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। যা ভেড়ামারা থানার মামলা নং ৩
যার ফলে আসামিগন হাজতবাস সহ মেয়েও সেফ কাস্টরি বাস করে আসেন।
হাজতবাস করে আসার পর মেয়ে আবারও পারভেজ এর সাথে ঘর বাঁধতে প্রেমের টানে ছুট দেয়।
আবারও সোহার পরিবার তাকে নিয়ে আসে এবং সোহার বাবা জাকারিয়া হোসেন পিটিশন মামলা করেন যার নং ১/২০২৪
পরবর্তী তে মেয়ের বয়স ১৮ হয়ে গেলে পরীক্ষা শেষে ঘর বাঁধতে তৃতীয় বারের মত প্রেমের টানে ছুট দেয়। আবার ও মেয়ের বাবা অভিযোগ করেন এবং এনিয়ে হুমকি ধামকি হামলার ঘটনা ঘটে। যা আবারও থানা অবধি গড়ায়। এরই ধারাবাহিকতাশ গত ১৫-৯-২৫ তারিখ আনুমানিক রাত ৭.৩০ মিনিটে জাকারিয়া হোসেন সুজন গং সংঘবদ্ধ হয়ে শামিম সর্দার এর বাড়িতে দেশীয় অস্ত্রেসস্ত্র নিয়ে হামলা করে। থানায় লিখিত অভিযোগ নিম্নরূপ :-
আমি শামিম সর্দ্দার পিতা-মৃত ইউসুফ সর্দ্দার, সাং-চন্ডিপুর (ওয়ার্ড নং-০৪), চাঁদগ্রাম, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া অত্র থানায় হাজির হয়ে বিবাদী-০১। মোঃ জাকারিয়া হোসেন সুজন (৪০), পিতা-মোঃ করিম সর্দার, ০২। মোঃ করিম সদ্দার (৬০), পিতা-মৃত জফুর আলী সর্দ্দার, সাং-চন্ডিপুর (ওয়ার্ড নং-০৪), চাঁদগ্রাম, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া সহ অজ্ঞাতনামা বিবাদী ১০/১২ বিরুদ্ধে এই মর্মে লিখিতভাবে অভিযোগ দায়ের করছি যে, পূর্বশত্রুতার জের ধরে, ইং-১৫/০৯/২০২৫ তারিখ রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময় ০১নং ও ০২নং বিবাদীদ্বয় সহ অজ্ঞাতনামা বিবাদীগণ ধারালো রামদা, ধারালো হাসুয়া, ধারালো চা-পাতি, লোহার রড, লোহার পাইপ সহ প্রভৃতি দেশীয় অস্ত্রেসস্ত্রে বেআইনী জনতাবদ্ধে সংঘবদ্ধ হয়ে আমার বসত বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করে ঘরে প্রবেশের কাঠের দরজায় আঘাত করে আমাদের খুনজখম করা হবে এবং প্রয়োজনে বসত বাড়ি থেকে নাবালক সন্তানদের উঠিয়ে নিয়ে যাওয়া হবে এই মর্মে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করতঃ ঘরে প্রবেশের চেষ্টা করে।
অভিযোগকারী শামিম সর্দার ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি কে বলেন, বিবাদীগণের দ্বারা আমার প্রাণনাশ সহ যেকোনো প্রকার বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। তার মেয়েকে আটকে রাখতে পারার ক্ষমতা নেই, শুধু পারে মামলা করতে এবং আমাদের উপর হুমকি ধামকি হামলা করতে। আমরা তদন্ত সাপেক্ষ এর সুষ্ঠু বিচার চাই এবং তার কন্যা কে নিয়ে বার বার মিথ্যা অপবাদ, হামলা, মামলা করে সুজন গং। যা তদন্ত সাপেক্ষ সাংবাদিকরা সত্য প্রকাশ করবে এটাই আমার প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.