সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়েছেন
জাতীয়তাবাদী ওলামাদল।
রোববার (৯ নভেম্বর) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর চৌরাস্তা এলাকায় অস্থায়ী দলীয় কার্যালয়ে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান তারা।
সংবাদ সম্মেলনে ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহ সভাপতি তাওহিদুল ইসলাম বলেন, গত ৩রা নভেম্বর গোবিন্দপুর বাজারে তাকে দুর্বৃত্তরা মারধর করে। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ওপর দায় চাপিয়ে দিয়ে কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেয়। বিষয়টি দলীয় কোনো বিষয় নিয়ে নয়। ডোয়াইল ইউনিয়ন বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করে এমন মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান ।
তিনি আরো বলেন, জামালপুর -৪ সরিষাবাড়ী আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের পক্ষে কাজ করে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের সভাপতি খন্দকার আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. রেজাউল করিম, ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রঞ্জু প্রমুখ। এসময় ইউনিয়ন বিএনপির, যুবদল ছাত্রদলসহ ওলামা দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
Devoloped By WOOHOSTBD