প্রতিবেদক গাইবান্ধা।
গাইবান্ধা জেলা সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত বল্লমঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়, উক্ত
বিদ্যালয়টি দীর্ঘদিন যাবত ধরে সুনামের পাশাপাশি দক্ষ শিক্ষক দারা পরিচালিত করিয়া আসিতেছে, কতিপয় কিছু কুচক্র মহল স্কুলটি সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের মন্তব্য করিয়া আসিতেছেন। সরজমিনে জানা যায়, উক্ত বিদ্যালয় এর প্রধান শিক্ষক একজন সুনামধন্য ব্যক্তি, তাহার বিরুদ্ধে অদ্যবধি কোন দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। অথচ একজন সুনামধন্য ব্যক্তির মান সম্মানকে ক্ষুন্ন করার লক্ষ্যে ফেসবুক মাধ্যমে বিভিন্ন ধরনের কুৎসাপরিচালনা চালানা করিতেছে, যাহা সুধি সমাজের কাছে মোটেই বোধগম্য নহে, সুধি সমাজ মনে করেন, শিক্ষার মানকে ক্ষুন্ন করার লক্ষ্যে একটি কুচক্র মহল বিভিন্ন ধরনের পায়তারা চালিয়ে যাচ্ছে, ধিক্কার জানাই এই ধরনের কূচক্র মহল কে, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.