বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
সালাউদ্দিন আহমদের পেকুয়াস্হ বাসায় এই দুই নেতার সৌজন্যে সাক্ষাৎ হয়।তখন ২জনে একান্তে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন।এই সময় সাবেক এমপি আলমগীর ফরিদ বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হওয়ায় বিএনপির নীতিনির্ধারনী কমিটির সদস্য হিসেবে সালাউদ্দিন আহমদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আলাপ আলোচনা শেষে সালাউদ্দিন আহমেদ সাবেক এমপি আলমগীর ফরিদ এর সাথে যাওয়া মহেশখালী কুতুবদিয়ার বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করে সবাইকে ইষ্পাত কঠিন ঐক্য গড়ে তোলে কঠোর পরিশ্রমের মাধ্যমে ধানের শীষকে বিজয় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দেওয়ার আহ্বান জানান।
এই সময় মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD