মিজানুর রহমান রিপন:কলাপাড়া (পটুয়াখালী) ।
পটুয়াখালীর মহিপুর থানাধীন খাজুরা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল ফকির (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে খাজুরার গোড়া খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাজুরা এলাকার আলী ফকিরের ছেলে নিহত রাসেল ফকির।
স্থানীয় সূত্রে জানা যায় , নিহত রাসেল খাজুরার গোড়া খাল এলাকায় বিদ্যুতের ঝুলে থাকা মিটারের সার্ভিস লাইনের তার রশি দিয়ে উপরের দিকে তুলছিলেন। এ সময় অসাবধানবশত সার্ভিস তার রাসেলের শরীরে স্পর্শ করলে তাৎক্ষণিক সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট তুলাতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.