কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর কাচারি পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল হাসেমের পরিবারের জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে দৌলতপুর থানা মুক্তিযোদ্ধার স্ত্রী অভিযোগ করেছেন।
মোছাঃ সালমা খাতুন অভিযোগে উল্লেখ করেন মোঃ আলমাচ হোসেন মোঃ আলাউদ্দী উভয় পিতা- মৃত হাজী সৈয়দ আলী, মোছাঃ ফজিলা খাতুন (৫১) স্বামী- মোঃ আলাউদ্দীণ, মোছাঃ শাহানাজ খাতুন (৪৫) স্বামী- মোঃ আলমাচ হোসেন, মোছাঃ রিনা খাতুন (৪০) পিতা- আলাউদ্দীন, মোছাঃ রুমা (৪০) স্বামী-টিটু, সর্ব সাং-ফিলিপনগর কাচারীপাড়া, ইউপি- ফিলিপনগর, থানা-দৌলতপুর, এদের সহিত আমার স্বামীর নামীয় সম্পত্তি নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। পূর্বেও উল্লেখিত লোকজন জোর পূর্বক জমি জবর দখলের চেষ্টা করে। আমি অন্যত্রে বসবাস করায় জনৈক মোঃ আব্দুস সাত্তারের কাছে জমি কট/বন্দুক দেই। এরই ধারাবহিকতায় গত ইং ২২/১২/২০২৪ তাং বেলা অনুমান ১০.০০ ঘটিকার সময় বিবাদীগন পূর্ব পরিকল্পিত ভাবে জমি জবর দখল করার জন্য জমিতে থাকা গাছপালা কাটিয়া লইবে এবং বাধা দিলে খুন করবে বলিয়া বলিয়া হুমকি ধামকি প্রদর্শন করিয়া চলে যায়। উক্ত ঘটনার সাক্ষী মোঃ আব্দুস সাত্তার (৪০) পিতা-মৃত হারান সর্দান, মোঃ মিঠু (৪০) পিতা- ভাদু মন্ডল, উভয় সাং-পূর্ব ফিলিপনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া সহ আরো লোকজন ঘটনা দেখে ও শোনে। উল্লেখিত লোকজন যে কোন সময় অনাকাঙ্খি ঘটনা ঘটাইয়া আমার ও আমার পরিবারের জান মালের ক্ষতি করিতে পারে। উল্লেখ থাকে যে, তাহারা ইতি পূর্বে জমি জোর পূর্বক জবর দখলের পাইতারাসহ আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিয়াছে।
এ বিষয়ে জমি কট বন্ধক নেওয়া আব্দর সাত্তার ও মতআলী বলেন, এই জমির মূল মালিক বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল হাসেম। আমরা প্রায় ১৫ বছর যাবত এই জমি আবাদ করি হঠাৎ আলমাস নামে এক ব্যক্তি জমি দখল নেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে আলমাস হোসেনের পক্ষে তার ভাই বলেন এই জমির মূল মালিক আমরা তাই দখল নিতে চাচ্ছি।
এ বিষয় দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, লিখিত অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.