সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির এক কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। রবিবার বিএনপির এক কর্মসূচিতে ওই কর্মীর হাতে চেকটি ফেরত দেবেন বলে জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার বট তলায় বিএনপির ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে এই ঘটনা ঘটে। সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
সমাবেশ চলাকালে নেতাকর্মীরা ফুল ও টাকার মালা দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এক পর্যায়ে নূর কাশেম নামের এক কর্মী মঞ্চে উঠে নির্বাচনী খরচ হিসেবে ১০ লাখ টাকার একটি চেক কামরুজ্জামান কামরুলের হাতে তুলে দেন। কামরুল তখন উপস্থিত সবার সামনে চেকটি প্রদর্শন করেন।
শনিবার রাতে সাংবাদিকদের সঙ্গে ফোনে আলাপকালে কামরুজ্জামান কামরুল বলেন, “এটি ধানের শীষের সমাবেশ ছিল। হাজারো মানুষ উপস্থিত ছিলেন। কেউ ফুল, কেউ টাকার মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ওই কর্মী দলের প্রতি ভালোবাসা থেকে চেকটি দিয়েছেন। আমি তাঁর ভালোবাসা গ্রহণ করব, কিন্তু চেকটি ফেরত দেব। আজ (রোববার) আমার কর্মসূচিতে তাঁর হাতে চেকটি তুলে দেব।”
দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও রয়েছেন প্রয়াত সংসদ সদস্য নজির হোসেনের স্ত্রী সালমা নজির, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও তাহিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা হামিদুল হক আফিন্দী এবং ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মোতালেব খান।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.