সুনামগঞ্জের মধ্যনগরে
আক্রোশের জেরে বিষ প্রয়োগ করে জলমহালের মাছ নিধন করেছে দুবৃর্ত্তরা। বিষ প্রয়োগের ফলে কয়েক ঘন্টার মধ্যেই জলমহালের ছোট—বড় সব ধরনের মাছ মরে ভেসে উঠতে শুরু করে। এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়—ক্ষতি হয়েছে বলে জলমহালের মালিক জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের কোনাহানি জলমহালে।
জানাগেছে, কোনাহানি জলমহালটি প্রায় ২০ একর আয়তনের।সেখানে সবগুলো জমি মালিকানা। মাছ শিকারের জন্য জলমহালটি জমির মালিকদের কাছ থেকে লিজ নেন বুড়িপত্তন গ্রামের মো. কাহের মিয়ার ছেলে শাহ আলম (৩৫)। লিজ গ্রহণের পর থেকে এ জলমহালটির সার্বিক পরিচর্যা করে আসছিলেন ইজারাদার শাহ আলম । মাছ ধরার আগেই আক্রোশে বশিভুত হয়ে রাতে আঁধারে বিলের পানিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে জলমহালের সকল মাছ মরে ভেসে উঠে পানিতে। মাছ বিক্রি করে অধিক লাভবান হওয়ার স্বপ্ন ভ্রষ্ট হয় শাহ আলমের। এ ঘটনায় গত বৃহস্পতিবার তিনজনকে বিবাদী করে মধ্যনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহ আলম। তিনি চান্দালীপাড়া গ্রামের মিলন মিয়া (৫০), তার ছেলে উমর আলী(২৫) ও কাজিমউদ্দিনের ছেলে তুলা মিয়া(২৫)কে বিবাদী করে অভিযোগ দায়ের করেন।
কোনাহানি জলমহালের ইজারাদার শাহ আলম বলেন,জলমহালটিতে বিষ প্রয়োগের কারনে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.