কুষ্টিয়া সরকারি কলেজ গনিত বিভাগের আয়োজনে ৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টা ৩০ মিনিটে কলেজের বিজ্ঞান ভবনের নিচতলায় ফাংশনের চরমমান অন্বেষণ: তত্ত্ব এবং প্রয়োগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া সরকারি কলেজের গনিত বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আবুল কালাম সাজাদ এর সভাপতিত্বে
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোঃ রুহুল আমীন।
প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন, গনিত বিভাগের প্রভাষক মোঃ তৈয়বুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, গনিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মনিীুজ্জামান মন্ডল, সহকারী অধ্যাপক কমল বিশ্বাস।
সেমিনারে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের গনিত বিভাগের ২ শতাধিক ছাত্র ছাত্রী।
সেমিনারে ফাংশন কি তা নিয়ে সেমিনারের সঞ্চালক গনিত বিভাগের প্রভাষক মোঃ তৈয়বুর রহমান বিস্তর আলোচনা করা হয়।
ছাত্র ছাত্রীরা ফাংশন বিষয়ে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন শিক্ষক মন্ডলী ছাত্র ছাত্রীদের প্রশ্নের সমাধান দেন। সেমিনারের আয়োজনের জন্য শিক্ষক মন্ডলীকে অভিনন্দন জানান ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের ছাত্র রাজু আহাম্মেদ।
সেমিনার শেষে ছাত্র- শিক্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মত বিনিময় সভায় কুষ্টিয়া সরকারি কলেজের গনিত বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আবুল কালাম সাজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোঃ রুহুল আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাঃ আব্দুল লতিফ, শিক্ষক পরিষদের সম্পাদক ড.মোঃ কুদ্দুস খান। আহবায়ক গনিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান মন্ডল।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.