সাদা শাড়ি পরে আসে
শরতের রাণী।
শরত কালে শিউলি ফোটে,
চিরন্তন ভাণী।
আকাশ হতে মেঘ পরীরা,
আসছে উড়ে তাঁরা।
রঙ তুলিতে শরতের ছবি,
এঁকে যান যারা।
শরতের রাণী শিউলি ফুল
নদীর বাঁকে বাঁকে।
সারি সারি শরত রাণী,
নিরবতায় দাঁড়িয়ে থাকে।
বেশী দিনের নয়তো কথা,
নব্বই দশকের কথা।
প্রায় মানুরা লেখা পড়া,
জান তো না কেউ যথা।
পড়তে পার' তো কেউ,
লিখতেও পাড়তো না।
বিদ্যালয়ের ধারের কাছে,
ওরা কখনো যেত না।
চিঠি লিখতে পারে না কেউ,
পড়তে পারে না চিঠি।
কই বউ মা গেলে কোথায়?
চিঠি পড়ে শোনাও দিখি।
কোথায় আছে তোমার বাবা,
কোথায় আছে আজ আছে?
এ সব কথা শুনে মা আর,
দুই নয়নের অশ্রু ফেলে।
চিঠি পড়া শুনে বলে মা তার,
স্বেহের বউ' মাকে।
চিঠি লিখে দাওগো পাঠিয়ে দেব,
ঔরা যেখানে থাকে।
সুন্দর করে চিঠি লিখে বউ মা,
শব্দ চয়ন করে করে।
বাচনভঙ্গিও দারুণ হয়েছে,
শুনে আমার মনটা যায় ভরে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.