চাইনা দেখতে এমন দৃশ্য।
চোখে তবু পড়ে
পানির উপরে ভাসছে শিশু
যায় না থাকা ঘরে।
কি অপরাধ ছিলো মানুষের?
তবে কেনো হলো এমন?
প্রতিবেশী ভারত চায়না ভালো
মোদের, বুঝে গিয়েছি তা এখন।
ফারাক্কা বাঁধ ওরা খুলে দিয়েছে,
হু হু করে বন্যার পানি ছুটে আসছে।
বন্যায় প্লাবিত অসহায় মানুষদের
কি অপরাধ ছিলো ভাই?
বলতে পারো কি কেউ তাই।
খাদ্য বস্ত্র নাই ওদের।
আছে শুধু গলা ভর্তি পানি।
এরই মধ্য কাটছে জীবন
হাজার কষ্ট মানি।
বন্যার কবলে পড়ে মানুষগুলো
আছে অনেক দুখে
কেউ বা আবার অট্টালিকায়
থাকছে মহা সুখে
অসময়ের এই বন্যায়
তলিয়ে গেছে কটা জেলা।
ঘরবাড়ি বসতভিটা ডুবে গেলো
তবুও কি শেষ হবেনা বন্যার শেষ খেলা।
বন্যার কবলে পড়ে মানুষেরা
সব ভিটামাটি ছাড়া হলো।
তবুও কেনো জাতিসংঘের চোখেতে
আজও পড়েনা এমন দৃশ্য?
প্রভু তুমি দয়া করে
বন্যার পানি শুকিয়ে নাও।
বানভাসী মানুষদের দুঃখ মোচন করে
বসত ভিটা আবার ফিরিয়ে দাও।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.