জাগ্রত হও ছাত্র সমাজ শপথ লও আজ,
বৈষম্য মুক্ত দেশ গড়তে করি প্রতিবাদ।
আমরা জোয়ান আমরা সাহসি নই তো মোটেও ভীরু,
অন্যায় অত্যাচারের প্রতিবাদে যাত্রা মোদের শুরু।
দলে দলে ছাত্র সমাজ তুলো জয়ধ্বনী,
আমার হলাম বীর সাহসি আমরা যে অগ্রণী।
দাও হুংকার করো চিৎকার মশাল জ্বালো হাতে,
অসীম সাহস বুকে নিয়ে প্রতিবাদ করি দিনে রাতে।
রাজপথ আজও রক্তে লাল বায়ান্ন এর মতো,
ভাইয়ের রক্তে বোনের লজ্জায় প্রাণ হারালো যতো!
স্বাধীনতা অর্জন করেও একি দেশের হাল,
চোখের সামনে ক্ষতবিক্ষত এটাই কলির কাল।
সত্যের প্রতিবাদে যদি প্রাণ যায় গো যাক,
স্বাধীন দেশের মানুষ তবু স্বাধীনতা ফিরে পাক।
আমরা সত্যে পূজারী নয়তো রাজাকার!
বৈষম্য মুক্ত দেশ গড়তে নিয়েছি অঙ্গীকার।
যা অধিকার নেব ছিনিয়ে দামাতে কেউ পারবে না,
ঝরুক রক্ত আমরা ভক্ত অবিচার তবু মানব না।
একাত্তরে স্বাধীন করেছি সোনার বাংলাদেশ,
দুর্নীতি আর ধান্দাবাজরা রুপ ধরেছে বেশ।
মানব না কিছুইতে রইব না চুপ,
সত্যের সারথীদের জন্ম হোক খুব।
ধরাধামে পাপাচারী দুষ্কৃতকারীদের করতে দমন
পৃথিবীতে যুগে যুগে মোদের আগমন।
হও হুশিয়ার আমরা আগুন বিনা দেশালাইয়ে জ্বলি,
অন্যায়ের প্রতিবাদে আমরা সত্যের কথা বলি।
আমরা প্রতিবাদী, আমরা প্রতিবাদী।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.