আলোর ধারা,
ছড়ায় পালা,
দ্বীপাবলির ঘনঘটা।
আলোয় আলোকিত হোক মনের মন্দির,
আলোক সজ্জ্বায় সেজে উঠুক প্রতিটি মানব হৃদয়,
মনের অন্ধকারের অবসান হোক,
আলোর ঝর্ণাধারায় জীবন প্লাবিত হোক,
বর্ণালীতে বর্ণিত হোক মানব চরিত্র।
মনের জানালা দিয়ে মানবিক আলোর ছটা বিচ্ছুরিত হবে।
কেউ আগে শুরু করবে হয়তো মনের অজান্তে,
পৃথিবী একদিন মনের আলোক রশনাইতে ভরে উঠবে,
চারিদিকে থাকবে শুধুই আলোর গান।
আলোর ধারা বর্ষাক যুগ যুগ ধরে,
পার করতে হবে প্রতিটি সময় প্রতিটি ঠিকানা আলোর ভেলায় চেপে।
একে অপরের মনে আলো গাথি,
একে অপরকে আলোর পথে রাখি,
আলোময় পৃথিবী গড়ি,
একে অপরের হাত ধরে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.