যা মনে আসে তাই লিখি
কবিতা হয়ে যায়
ভাল কি মন্দ তা
কিছুই বুঝিনা
আপনাদের উপরে ছেড়ে দেই
বিচারের লাগি
তাই নিয়া আবার কিছু
কবিতা আমি লিখি।
কবিতা লেখার গুন নেই আমার
ভাষাও বুঝিনা
কে কি বলবে ভালোমন্দ
তাও খুজিনা
মনের আনন্দে লিখে বেড়াই
বানান ভুলও হয়
কেহ কেহ সেরে দেয় আবার
আমার মনে হয়।
ভালো হয়না লেখা জানি
বুদ্ধিও আমার নেই
তবুও আপনাদের জন্য
কিছু লিখে যাই
যাহার ভালো লাগবে তিনি
সারা ফেলিবেন
ভালো যদি নাহি লাগে
আমাকে বলিবেন।
আর লিখবোনা কবিতা আমি
লিখবনা কোন গল্পো
মাঝে মধ্যে নিজের জন্য
লিখবো অল্পো অল্পো।
কাগজে কলমে থাকবে সেটা
আমার ডায়রীতে
আর কোনদিন লিখবোনা কবিতা
এই ফেজবুকেতে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.