আমাদের গ্রামখানি স্নেহ, মায়া-মমতায় ভরা,
এই গ্রামে জন্মে আমি ধন্য-চলে জীবন গড়া।
মায়ের মতো গ্রাম খানি দেখতে বড়ই মনোরম,
এই গ্রামের আলো বাতাসে বাঁচে আমার দম।
সবুজ শ্যামল মাটির ছোঁয়া লাগে দেহ মন-প্রাণে,
মাঠ, ফসল আর পাখির গান মনকে সদাই টানে।
উত্তরবঙ্গের অন্তর্ভুক্ত সিরাজগঞ্জ আমাদের জেলা,
যমুনা নদীর তীর ঘেষে সুখে-দুঃখে মোদের পথ চলা।
গ্রাম খামারগ্রাম, থানা এনায়েতপুর, উপজেলা চৌহালী, জেলা সিরাজগঞ্জ ও বিভাগ রাজশাহী,
পাশেই আছে খাজা এনায়েতপুরীর (রঃ) মাজার ও বড় হাসপাতাল খাজা ইউনুস আলী।
আমাদের গ্রাম থেকে একটু দুরে কবি গুরুর কাচারি,
সমান দুরে উত্তর দিকে যমুনা সেতু সবারই দরকারী।
রাস্তা ঘাট অনেক সুন্দর, নানান যানবাহনে থাকে ভরা,
নিমন্ত্রণ থাকলো, আসবেন সবাই 'গ্রামে অবসরে ত্বরা।
তাঁত শিল্প সমৃদ্ধ মোদের সুন্দর মনোরম গ্রামখানি,
লুঙ্গী, থ্রি-পিছ সহ জন্মে শাড়ী জামদানী ও রকমারী।
কৃষক, শ্রমিক, মুটে-মুজুর সবে একসাথে বসবাস,
কামার, কুমার, জেলে, ছুতার শান্তির এক নিবাস।
আদর্শ গ্রাম নামে আছে তার পরিচিতি সুনাম ও খ্যাতি,
সকল ধর্ম বর্ণের বসবাস মিলেমিশে-বড়ই যে শান্তি।
শিক্ষা-দীক্ষায় পিছিয়ে নেই আছে অনেক জ্ঞানের ঘর,
মাইনর থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসার বহর।
মসজিদ, মন্দির, শস্মান, কবর, মাজার, সবই দৃশ্যমান,
হাট-বাজার, দোকান পসার কারখানা আছে অফুরান।
জীবন ধারনের সকল উপাদানে ভরপুর গ্রামখানি,
জীবনের শেষ যাত্রায়-এ মাটি, পায় যেন-দেহখানি।।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.