মোঃ জাবেদুল ইসলাম
য়াদের কাছে আমার শিক্ষা শুরু,
তাহারাই আমার শিক্ষাগুরু।
আমার জ্ঞানের বিকাশ ঘটায়,
জীবনে আমার তাহাই রটায়।
শিক্ষক আমার মাথায় হাত বুলিয়ে,
দোয়া করে প্রাণটা খুলে।
সমাজের কাছে জাতির কাছে,
আমার সুনাম ধরে তুলে।
আমার প্রশংসা শিক্ষক করে,
বুকটা স্যারের গর্ভে ভরি।
বিনিময়ে শিক্ষক মহাশয় চায় না,
কিছু অর্থসম্পদ টাকা করি।
শিক্ষক আমার হৃদয়ে মাঝে
থাকবে বেঁচে অনন্তকাল।
শিক্ষাকদের মান মর্যাদা রাখবো,
মোরা চির অক্ষুণ্ণ অম্লান।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.