প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৮:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৪, ১১:২৫ এ.এম
কবিতাঃ মায়ের সম্মান
মোঃ জাবেদুল ইসলাম
মায়ের সম্মান সব জায়গাতে
সবার আগে হয়।
এই দুনিয়ায় কোনো খানেতে,
মায়ের অসম্মান নয়।
মা ছাড়া এই জগতে,
কে এসেছে বল?
মা ছাড়া এই পৃথিবীর,
সকল কিছু অচল।
সকল দেশে সকল জাতির,
সেরা মায়ের জাতি।
মায়ের কাছে সকল সন্তান,
সুখে থাকে অতি।
যাদের ঘরে আছে বেঁচে,
প্রিয় জন্মদাতা মা।
সেবা যত্ন ভরে দিয়ে,
করো সব মায়ের সম্মান।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2025 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.