গাজীপুর প্রতিনিধি :
জেলা পুলিশ, গাজীপুর এর আয়োজনে ৭মে মঙ্গলবার পুলিশ লাইন্স মাঠে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ (১ম ধাপ) উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপির সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে জনাব কাজী শফিকুল আলম, বিপিএম(বার), পুলিশ সুপার, গাজীপুর,
সভাপতিত্ব করেন।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার, গাজীপুর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
ব্রিফিং প্যারেডে আরও যারা উপস্থিত ছিলেন, জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপস্); পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, জনাব নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক বিভাগ, জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, গাজীপুর, জনাব মোহাম্মদ ইবরাহিম খলিল, অফিসার ইনচার্জ, জয়দেবপুর থানা, গাজীপুরসহ বিভিন্ন জেলা/থানা থেকে আগত পুলিশ অফিসার ও ফোর্স এবং আনসার ও ভিডিপির অফিসার ও ফোর্সবৃন্দ।
Devoloped By WOOHOSTBD