আতাউর রহমান মধ্যনগর(সুনামগঞ্জ) থেকে
সুনামগঞ্জের মধ্যনগরে ১৮০ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ ৭ জন চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
১৭ জুলাই(সোমবার)ভোরে মধ্যনগর থানাধীন দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের অন্তর্গত হামিদপুরের পশ্চিমে ইকরছড়ি খালের মাঝখান থেকে বিশেষ অভিযান চালিয়ে এ মালামাল জব্দ করেন মধ্যনগর থানা পুলিশ। অভিযানকালে ১ টি স্টিল বডি নৌকা, ৫০ কেজি ওজনের ১৮০ বস্তা অবৈধ চিনি জব্দ সহ ৭ জনকে আটক করা হয়।
জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ৮লক্ষ১০ হাজার টাকা।মধ্যনগর থানা পুলিশের হাতে আটককৃত চোরাকারবারীরা হলো উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সাউদপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে মোঃ অপু মিয়া (৩০),আন্তরপুরের মৃত আঃখালেক মিয়ার ছেলে মোঃ রাজন মিয়া (২৫),ভোলাগঞ্জ গ্রামের নুরুল হকের ছেলে মোঃ কামরুল মিয়া(৩২), নবাবপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ শামীম (৩১),আঃআলীর ছেলে মোঃ আরিফ মিয়া (২৮),মৃত সুরুজ আলীর ছেলে মুনসুর মিয়া(৩২) রাজেন্দ্রপুর গ্রামের আঃআহাদের ছেলে মোঃ মনির (২৪)।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক জানান-আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বিকেলেই তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
Devoloped By WOOHOSTBD