কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপের দক্ষিন নলবিলা গ্রামের বিশিষ্ট হাফেজ, মাওলানা ও খতিব শামশুল আলম এর প্রথম ইন্তেকাল বার্ষিকী আজ।
তিনি মহেশ খালী দ্বীপে নিজহাতে অসংখ্য হাফেজে কুরআন তৈরি করেছেন। বর্তমানে তাঁর হাতেগড়া অসংখ্য হাফেজ ও মাওলানা দ্বীনের খেদমতে রত আছেন।
তিনি নিজেই বেশ কয়েকটি হেফজখানা, এতিমখানা ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি মহেশখালী খালী দ্বীপের বরেণ্য শিক্ষাবিদ ও প্রখ্যাত আলেমেদ্বীন মরহুম আলহাজ্ব হযরত মাওলানা মকবুল আহমদ এর জ্যেষ্ঠ পুত্র।
তিনি সহজ, সরল ও সাধারণ জীবন যাপনে অভ্যস্ত অসাধারণ মানুষদের একজন ছিলেন । সাদামাটা ও অনাড়ম্বর জীবন যাপন করা, নির্লোভ, সৎ ও কর্মনিষ্ঠ এই মানুষটি তাঁর সন্তানদের সহ অসংখ্য হাফেজে কুরআনের জীবনের আদর্শ।
প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে নিয়তির তার নিয়মে চলে গেলেন ফেরার দেশে মহান প্রভুর সান্নিধ্য। আজ আখেরি চাহার সোম্বা, বিশ্ব মুসলিমদের জন্য ও বিশেষ করে আশেকে রাসুলদের জন্য আজকের এই বিশেষ দিনটি আরো বেশী তাৎপর্যপূর্ণ।
তিনি আজ বেঁচে নেই, আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। চোখ জলে ঝাপসা হয়ে আসে গুনীজন এই মানুষের কথা মনে পড়লেই। এলোমেলো ভীড় করে অজস্র স্মৃতি। তিনি ১৪৪৫ হিজরীর, সফরের শেষ বুধবার সকাল বেলায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘মানুষ মৃত্যু বরণ করলে— তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়,তবে তিনটি আমল কখনো বন্ধ হয় না। সাদকায়ে জারিয়া, এমন জ্ঞান— যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান— যে তার মৃত বাবা মায়ের জন্য সবসময় দোয়া এবং আমল করে।’ (মুসলিম, হাদিস : ৪৩১০)
উত্তম সন্তান অবশ্যই বাবা-মায়ের জন্য কল্যাণকর হয়ে থাকেন। তাদের জন্য দোয়া করে আখেরাতে সওয়াব পৌঁছান। তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। বলা বাহুল্য যে, কোনো সন্তান যখন মৃত বাবা-মায়ের জন্য দোয়া করে, আল্লাহ তাদের নেয়ামত ও সুখ-শান্তি আরও বাড়িয়ে দেন।
পবিত্র কোরআন শরিফে স্পষ্টতই বর্ণনা করা হয়েছে, আপনার মৃত বাবা-মায়ের জন্য আপনি কি দোয়া করবেন।
এক. শান্তির দোয়া
মা-বাবার জন্য শান্তির দোয়া করা সন্তানের কর্তব্য। মা-বাবার অবদান ও ভূমিকার বদলা সন্তান জীবনেও আদায় করতে পারবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন-
رَبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا ٢٤ ﴾ [الاسراء: ٢٤]
উচ্চারণ : রাব্বির হামহুমা, কামা রাব্বায়ানি সাগিরা।
আরও পড়ুন : মা-বাবার জন্য যেসব আমল করবেন
দুই. ক্ষমা প্রার্থনার দোয়া
আল্লাহ তাআলা বাবা-মায়ের জন্য ক্ষমা প্রার্থনার দোয়াও শিখিয়ে দিয়েছেন। তিনি পবিত্র কোরআনে বলেন-
رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ ٤١﴾ [ابراهيم: ٤١]
উচ্চারণ : রাব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়ালিল মু’মিনিনা ইয়াওমা ইয়াক্বুমুল হিসাব।
তিন. মা-বাবাসহ অন্যদের জন্য দোয়া
উপরেল্লিখিত দোয়া দুইটি ছাড়াও আরও একটা বিশেষ দোয়া রয়েছে। আল্লাহ তাআলা বান্দাদের শিখিয়েছেন, যেন মৃত বাবা-মায়ের জন্য বিশেষভাবে তারা এই দোয়া করে-
رَّبِّ ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَن دَخَلَ بَيۡتِيَ مُؤۡمِنٗا وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارَۢا ٢٨ ﴾ [نوح: ٢٨
উচ্চারণ : রাব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়া লিমান দাখালা বাইতিয়া মু’মিনা; ওয়ালিল মু’মিনিনা ওয়াল মু’মিনাত। ওয়ালা তাজিদিজ জা-লিমিনা ইল্লা তাবারা।
আজ তাঁর গুণগ্রাহীরা নিজ বাড়ীতে ও বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন করেছে।
হে মহান রব রহম করো মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করো। তাঁর সন্তান ও স্বজনদের শোক সাইবার শক্তি দান করো।
Devoloped By WOOHOSTBD