শিশু শিল্পীরা সবাই ভালো তবে খুলনা আর্ট একাডেমির শ্রেষ্ঠ শিশু শিল্পী আমার দৃষ্টিতে
যার প্রত্যেকটি টানে শিল্পকর্ম প্রকাশ পায় তার নাম নাজেরা আমরিন টিয়ানা।আমি ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠান পরিচালনা করি। তার মত শিক্ষার্থী পূর্বে আর একজন পেয়েছিলাম।তার নাম ছিল বি,এম,নাজমুচ্ছাকিব বর্তমানে খুলনা আর্ট একাডেমির গর্ব নাজেরা আমরিন টিয়ানা। খুলনা ভৈরব নদীর ওপার থেকে আমাদের প্রতিষ্ঠানে আসে।২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে তার শিক্ষা প্রতিষ্ঠান দেয়াড়া রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্মৃতিসৌধ এঁকে প্রথম স্থান অধিকার করেছে। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তার এই প্রতিভা যেন সারা জীবন ধরে রাখতে পারে।
সবাই তার জন্য শুভ কামনা করবেন। এমন প্রত্যাশায় চিত্রশিল্পী মিলন বিশ্বাস
প্রতিষ্ঠাতা ও পরিচালক
খুলনা আর্ট একাডেমি
তারিখঃ২৯-০৩-২০২৪
Devoloped By WOOHOSTBD