আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে গণতন্ত্রে বিশ্বাসী সকল রাজনীতিবিদ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমকে উদ্বুদ্ধ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা সাকো এর প্রধান সমন্বয়কারী মুহাম্মদ আতা উল্লাহ খান। ৭ জানুয়ারী২০২৪ অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ ও সোস্যাল মিডিয়ার ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও সর্বশেষ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা নিয়ে সোস্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস ফোরাম (SAMF) কতৃক ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা ও সংবাদ সম্মেলন। সংগঠনে সমন্বয়ক, কমনওয়েলথ উন্নয়ন ও মানবাধিকার কর্মী,নির্বাচন পর্যবেক্ষক মু.মহিউদ্দিন আমিনের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর চেয়ারম্যান প্রফেসর ড.নাজমুল আহসান কলিমুল্লা। তিনি ভার্চুয়ালি সংযুক্ত হয়ে নির্বাচন পর্যবেক্ষণ ও সর্বশেষ সার্বিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরেন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সোস্যাল এ্যাডভান্সমেন্ট এন্ড কো-অপারেশন অর্গানাইজেশন(সাকো)র প্রধান সমন্বয়ক, বিশিষ্ঠ গণ মাধ্যম ও মানবাধিকার ব্যক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান, তিনি নির্বাচন পর্যবেক্ষণ ও মানবাধিকার পরিস্থিতি স্যোসাল মিডিয়ার ভুমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, আরো উপস্থিত ছিলেন সাকোর নির্বাহী পরিচালক মাহবুবুল আলম তিনি নির্বাচন পর্যবেক্ষণ ও বিভিন্ন বিষয়ে সমস্যার কথা ও পরিস্থিতি সম্পর্কে তুলে ধরেন, অনুষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃক নিবন্ধিত ১২টি পর্যবেক্ষক সংস্থার প্রধান সমন্বয়ক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন সভার আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার প্রেসিডেন্ট এম,এ,হাসেম রাজু বর্তমান দেশের নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি বিষয়ে আলোচনা করেন,মানবাধিকার সংস্থা আইন ও সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আল আমিন ইয়াসিন উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ ও সোস্যাল মিডিয়ার ভুমিকা নিয়ে কথা বলেন। সভায় বাংলাদেশ পরিবেশে সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ শহিদুল ইসলাম,নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধিত সংস্থা সোসাইটি ফর সোস্যাল এডভান্সমেন্ট অব রুলাল পিপস (সার্প) এর নির্বাহী পরিচালক মো:আবুল হোসেন, এস,কে কল্যাণী ফাউন্ডেশনের শ্যামল কুমার,হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটি (হিডস) সভাপতি মো: রুহুল আমীন, ইকো কনর্সান এসোসিয়েশনের সাইফুর রহমান,গরীব উন্নয়ন সংস্থা (জি,ইউ,এস)মো:সাজিদুল,
হাইলাইটস ফাউন্ডেশনের শহিদুল ইসলাম,এসডাপের মিজানুর রহমান,রুডোর, আব্দুস শুকরু প্রমুখ উপস্থিত ছিলেন সবাই নির্বাচন পর্যবেক্ষণ সার্বিক পরিস্থিতি ও মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে মতামত দেন।সভায় সভাপতির বক্তব্যে মু.মহিউদ্দিন আমিন বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মহলের কড়া নজর রয়েছে অবাধ সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন না হলে দেশে বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচন গ্রহণ যোগ্য হবে না, বিদেশি পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিরা সকল বিষয়ে পর্যবেক্ষণ করছে,নির্বাচন সুষ্ঠু ও গ্রহনযোগ্য না হলে দেশে আরো সংকট সৃষ্টি হবে,যে কোন মূল্যে অবাধ সুষ্ঠু গ্রহনযোগ্য নির্বাচন করতে হবে, তাই তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহবান করেন ভোটারা যাতে করে নির্ভীঘ্নে ঝুঁকি মুক্ত ভাবে সুন্দর পরিবেশে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে,দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকের নির্বাচন পর্যবেক্ষণে নিরাপত্তা ব্যবস্থা করতে আহবান জানান। নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচন পর্যবেক্ষণ ও পরিস্থিতি বিষয়ে রিপোর্ট, নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা সমূহের ফোরামের সাথে সকল পর্যবেক্ষণ পরিস্থিতি সম্পর্কে তুলে ধরা হবে। আরো বলেন সোস্যাল মিডিয়াতে নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে গুজব অপপ্রচার রোধ করতে সকল সোস্যাল অ্যাক্টিভিস্ট ও ফেইসবুক টিকটিক সহ জনপ্রিয় সোস্যাল মিডিয়া গুলোর কতৃপক্ষের সাথে সমন্বয় করে গুজব অপপ্রচার মিথ্যা ফেইক নিউজ রিমুভ ডিলিট করে প্রতিহত করতে হবে,যাতে করে গুজব কে কেন্দ্র করে সামাজিক, রাজনৈতিক,সাম্প্রদায়িক নির্বাচন কেন্দ্রীয়ক কোন ধরনের ভায়লেন্স সৃষ্টি না হয়।
Devoloped By WOOHOSTBD